শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর পর করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] গতকাল ম্যাট হ্যানকক টুইটারে এ সংবাদ প্রকাশ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার ঘটনা প্রকাশের কয়েক ঘণ্টা পরেই তার এ সংক্রমণের বিষয়টি প্রকাশিত হলো। ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দানকারী ইউকে সরকারের দুই সদস্যই এখন করোনাভাইরাসে আক্রান্ত। ঢাকাট্রিবিউন, বাংলানিউজ২৪, একুশেটিভি

[৩] হ্যানকক বলেন, তিনি কোভিড-১৯ এর খুব মৃদু লক্ষণে ভুগছিলেন। এ জন্য তিনি ৭ দিন সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন। এক ভিডিও ঘোষণায় তিনি বলেন, সৌভাগ্যক্রমে আমার লক্ষণগুলো এখনো পর্যন্ত খুব হালকা। হ্যানকক আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

[৪] লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়, জনসনের দেহে করোনাভাইরাস সংক্রমণের 'উপসর্গ ' দেখা দিয়েছে এবং তিনি ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে অর্থাৎ সবার থেকে আলাদা হয়ে থাকবেন। তবে করোনাইরাস সংকট মোকাবিলায় তিনিই ব্রিটেনের সরকারের নেতৃত্ব দেবেন বলে বিবৃতিতে বলা হয়।

[৫] এক টুইট বার্তায় জনসন বলেন, গত ২৪ ঘণ্টায় আমার দেহে মৃদু উপসর্গ দেখা দিয়েছে ও পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটির ব্যক্তিগত পরামর্শে জনসন করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করান তিনি।

[৬] ব্রিটেনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের কর্মীরা ১০ নং ডাউনিং স্ট্রিটেই এই টেস্ট করান। গত বৃহস্পতিবার রাতেই জনসনকে সবশেষ প্রকাশ্যে দেখা যায়। ব্রিটেনে এ পর্যন্ত ১১ হাজার ৬০০ এর বেশি করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন ৫৭৮ জন।

[৭] ব্রিটেনের যেসব বিজ্ঞানী এ মহামারি নিয়ে গবেষণা করছেন, তারা সরকারগুলোকে হুঁশিয়ার করে বলছেন, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঠেকাতে হলে , অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে।

[৮] লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণায় বলা হয়েছে, রোগীদের পরীক্ষা করা, তাদের আলাদা করা এবং সামাজিকভাবে মানুষকে কিছুদিন বিচ্ছিন্ন করে রাখতে না পারলে ব্যাপক হারে প্রাণহানি ঘটবে।

[৯] তারা সতর্ক করছেন যে উন্নয়নশীল দেশে, যেখানে পরিবারের আকার বড় এবং তাতে বয়োবৃদ্ধ সদস্য রয়েছেন, সেখানে এই মহামারির ফল হবে বিরাট এক বিপর্যয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়