শিরোনাম
◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘হু’এর চিকিৎসকদের প্রিয়াংকার প্রশ্ন, এ ভাইরাস কি হাওয়ায় ভেসে সংক্রমণ ছড়াতে পারে?

তন্নীমা আক্তার : [২] অনেক মানুষের মতো কোভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মনেও। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ও ডিরেক্টরের সঙ্গে কথা বললেন এ অভিনেত্রী। আর সেই কথোপকথনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি নিজেই। কলকাতা ২৪, টুইটার,

[৩] ভিডিও’র ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, কোভিড-১৯ নিয়ে অনেক রকমের তথ্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার কিছু কথা জানতে চাই। ফ্রন্টলাইনে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, তারা  কিছু উত্তরও দিয়েছেন। ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ ও ডক্টর টেড্রোসের সঙ্গে এ লাইভ ভিডিওটি দেখুন।

[৪] প্রিয়াঙ্কা জানান, সাধারণ মানুষের থেকে আসা কিছু প্রশ্নই তিনি করবেন। প্রথম প্রশ্নটি আসে তাঁর স্বামী নিক জোনাসের থেকে। নিকের প্রশ্নটি হলো, আমি টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্ত আর প্রিয়াঙ্কার হাঁপানি রয়েছে। আমাদের ক্ষেত্রে কি এ রোগ আরও বেশি ঝুঁকি বহুল। এর উত্তরে চিকিৎসকরা জানান, আপনারা বাড়িতে থেকে যে ভাবে সাবধানতা অবলম্বন করছেন, তাতে আপনাদের কোনও ভয় নেই। কিন্তু যাঁরা সেটা করছেন না, তাঁদের ভয় আছে।

[৫] প্রিয়াঙ্কা এর পরে জিজ্ঞাসা করেন, এ ভাইরাস কি এয়ার বোন বা হাওয়ায় ভেসে সংক্রমণ ছড়াতে পারে। এর উত্তরে চিকিৎসকরা জানান, এ ভাইরাস মোটেই এয়ারবোন নয়। সারফেসে এ ভাইরাস থাকতে পারে। কিন্তু তার মানে সারফেস স্পর্শ করলেই যে এ রোগে সংক্রমিত হবেন, এর কোনও মানে নেই। ওই হাত যাতে মুখে, নাকে বা চোখে না লাগে, তা দেখতে হবে। তাই হাত ধুতে হবে ঘন ঘন।

[৬] তারপরে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করেন, অতিরিক্ত তাপমাত্রায় কি এ ভাইরাস সক্রিয়। এর উত্তরে চিকিৎসক বলেন, বিভিন্ন ধরনের জলবায়ু,যেমন চীন ও সিঙ্গাপুরে এটি সক্রিয় থেকেছে। কিন্তু বেশি তাপমাত্রায় এটি অচল হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে এ রোগের টিকা আবিষ্কারের জন্য গবেষণা ও কাজ চলছে। এর জন্য ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়