ইয়াসিন আরাফাত : [২] মার্কিন সংবাদপত্র ফরেন পলিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা যুক্তরাষ্ট্রকে করোনাভাইরাসের চিকিৎসা সামগ্রী যোগান দেয়ার জন্য নিজ নিজ দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান
[৩] এর প্রেক্ষিতে বুধবার দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে যে, তারা কিছুসংখ্যক করোনাভাইরাস পরীক্ষার কিট যুক্তরাষ্ট্রে পাঠাবে। টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিকিৎসা সামগ্রী যোগান দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে জরুরী অনুরোধ জানানোর পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় বলে জানায় দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
[৪] এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন, করেনোভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তার দেশ-বিদেশী সাহায্যের ওপর নির্ভর করবে না।