শিরোনাম
◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দাম কমলো ঔষধের- কালীগঞ্জে জনপ্রতিনিধি, ঔষধ ব্যবসায়ী, ফারিয়া ও সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ [২]অবশেষে দাম কমলো ঔষধের। সেই আলোচিত ১’শ ৯০ টাকায় ইনজেকশন এখন থেকে ১০৫ টাকা রেটে বিক্রয় করবে ফার্মেসীরা। তারা ক্লিনিক্যাল ঔষধের ক্রয় মূল্যে থেকে ১০ পার্সেন্ট মুণাফা এবং সাধারন ঔষধের ক্রয়ে দামের পর শতকরা ৩%. ও হারবার আয়ুর্বেদ ঔষধে ৫০% কম নেবার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।
(৩)বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভাতে এম,পি আনোয়ারুল আজিম আনার, মেয়র আশরাফুল আলম আশরাফ, সাংবাদিক ও ফারিয়া নেতৃবৃন্দের উপস্থিতিতে ঔষধ ব্যবসায়ীদের সাথে ঔষধের প্রকৃত মূল্য নিধারনে এক সমঝোতা বৈঠকে ওইসব সিদ্বান্ত গৃহিত হয়। এবং অদ্য থেকেই তা কার্ষ্যকর করবে বলে কালীগঞ্জ ঔষধ ব্যাবসায়ী নেতৃবৃন্দগন সভাতে ঘোষনা দিয়েছেন।
(৪)পৌরসভার আয়োজনে অনুষ্টিত মতবিনিময়ে মেয়র আশরাফ জানান, গত ৬ মাস ধরে কালীগঞ্জের ঔষধ ব্যাবসায়ীরা সমিতির অজুহাতে এমআরপি রেটের ঔষধ বিক্রয় করছিল। নিত্যপ্রয়োজনীয় ওইসব ঔষধ কিনতে গিয়ে সাধারন মানুষ নাজেহাল ও সর্বশান্ত হচ্ছিল। কিন্তু পাশর্বর্তী জেলা যশোর,মাগুরা,কুষ্টিয়া ও খুলনা সহ বিভিন্ন শহরে এমআরপি রেট বাদেও নগদ ছাড়ে ঔষধ বিক্রি হওয়ায় কালীগঞ্জে পৌরবাসীর সাথে ব্যাবসায়ীদের প্রতিনিয়ত বাকবিতন্ডা বাধছিল। সর্বশেষ গত সোমবার ইনসেপটা কোম্পানীর ৯৫ টাকার এক্ররিফিন ১ গ্রাম আইভি ইনজেকশনটি ১’শত ৯০ টাকা বিক্রি নিয়ে বিরোধ চরমে আসে।
(৫)শেষ অবধি এ নিয়ে পত্র পত্রিকায় খবর বের হলে বিষয়টি আরো জটিলতায় পৌছে। এরপর ঔষধ ব্যাবসায়ীগন পৌর মেয়রের স্বরনাপ্নন হলে তিনি এমপি মহোদ্বয়ের সাথে আলোচনা করেই তা নিরসনের এক মতবিনিময়ে বসার আয়োজন করেন।
(৬)বুধবার অনুষ্টিত দীর্ঘ ওই মতবিনিময়ে ঔষধ ব্যাবসায়ীগন পূর্বের ন্যায় উপরোক্ত ছাড়ে ঔষধ বিক্রির প্রতিশ্রুতি দেন। এ মত বিনিময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ঔষধ ড্রাগ সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাখারন সম্পাদক আব্দুল জব্বার, লিটন ফার্ম্মেসীর লিটন মিয়া, সাহা ফার্ম্মেসীর বাবলু সাহা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক টিপু সুলতান, তারেক মাহমুদ, হাবিব ওসমান, আরিফ মোল্ল্যা ফিরোজ আহম্মেদ ও রিয়াজ মোল্ল্যা, ঔষধ পরিবেশক ফারিয়ার সভাপতি আশিকুর রহমান সোহাগ সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও পৌরসভার কাউন্সিলরগন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়