শিরোনাম
◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোহারে পল্লীবিদ্যুত কর্মকর্তার বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ

ইফতেখার আলম, রাজশাহী প্রতিনিধি : [২] ঢাকার দোহার থানা এলাকায় পল্লী বিদ্যুতের নারী কর্মকর্তা শামিমা আক্তার তুষ্টির বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মীর নাম নাহিদা আক্তার (১২)। নিহত নাহিদা নাটোর জেলার লালপুর থানাধীন পুকুরপাড়া কামারহাটি এলাকার নাসির উদ্দিনের মেয়ে। নাসির পেশায় একজন ভ্যান চালক।

[৩] বছরখানেক আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) পিয়ন রোমেলা বেগম ওই নারী কর্মকর্তার বাবা শামসুল ইসলামের রাজশাহী নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার বাসায় শিশু নাহিদাকে নিয়ে গিয়ে গৃহকর্মীর কাজে লাগিয়ে দেন। একমাস পরে শামসুল ইসলাম কাউকে না জানিয়ে তার নিজের মেয়ে ঢাকার দোহারে কর্মরত পল্লী বিদ্যুত কর্মকর্তা শামিমা আক্তার তুষ্টির বাসায় শিশু নাহিদাকে গৃহকর্মীর কাজের জন্য রেখে আসেন।
[৪] নিহতের বাবা নাসির উদ্দিন গতকাল সোমবার দুপুরে রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার মেয়ে আতœহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথবা তার মেয়েকে আতœহত্যা করতে প্ররোচনা দিয়েছেন অভিযুক্তরা। তিনি আরো বলেন, আমার প্রতিবেশি বাবুল বিষয়টি কাউকে না জানানোর জন্য বিশেষ করে সাংবাদিকরা যাতে জানতে না পারেন সেজন্য আমাকে সতর্ক করে দেন। তখন বিষয়টি আরো সন্দেহজনক মনে হয়।

[৫] দোহার থানার ওসি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে আপাতত কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা বা আতœহত্যার প্ররোচনা দেয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে কোনো গাফেলতি থাকবে না। যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়