শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোহারে পল্লীবিদ্যুত কর্মকর্তার বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ

ইফতেখার আলম, রাজশাহী প্রতিনিধি : [২] ঢাকার দোহার থানা এলাকায় পল্লী বিদ্যুতের নারী কর্মকর্তা শামিমা আক্তার তুষ্টির বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মীর নাম নাহিদা আক্তার (১২)। নিহত নাহিদা নাটোর জেলার লালপুর থানাধীন পুকুরপাড়া কামারহাটি এলাকার নাসির উদ্দিনের মেয়ে। নাসির পেশায় একজন ভ্যান চালক।

[৩] বছরখানেক আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) পিয়ন রোমেলা বেগম ওই নারী কর্মকর্তার বাবা শামসুল ইসলামের রাজশাহী নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার বাসায় শিশু নাহিদাকে নিয়ে গিয়ে গৃহকর্মীর কাজে লাগিয়ে দেন। একমাস পরে শামসুল ইসলাম কাউকে না জানিয়ে তার নিজের মেয়ে ঢাকার দোহারে কর্মরত পল্লী বিদ্যুত কর্মকর্তা শামিমা আক্তার তুষ্টির বাসায় শিশু নাহিদাকে গৃহকর্মীর কাজের জন্য রেখে আসেন।
[৪] নিহতের বাবা নাসির উদ্দিন গতকাল সোমবার দুপুরে রাজশাহীতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার মেয়ে আতœহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথবা তার মেয়েকে আতœহত্যা করতে প্ররোচনা দিয়েছেন অভিযুক্তরা। তিনি আরো বলেন, আমার প্রতিবেশি বাবুল বিষয়টি কাউকে না জানানোর জন্য বিশেষ করে সাংবাদিকরা যাতে জানতে না পারেন সেজন্য আমাকে সতর্ক করে দেন। তখন বিষয়টি আরো সন্দেহজনক মনে হয়।

[৫] দোহার থানার ওসি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে আপাতত কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা বা আতœহত্যার প্ররোচনা দেয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে কোনো গাফেলতি থাকবে না। যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়