শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে ৪৮ ঘন্টার মধ্যে পৌঁছাবে সেনাবাহিনী – ট্রাম্প

তোফাজ্জল লিটন : আমেরিকার ন্যাশনাল গার্ডকে আগামী দুই দিনের মধ্যে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে পাঠানো হবে। হোয়াইট হাউসের করোনভাইরাস টাস্ক ফোর্স এই তথ্য জানিয়েছে।

রবিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনভাইরাস সঙ্কটের কারণে ফেডারেল সরকার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড(সেনাবাহিনী) প্রেরণ করছে। ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা ) এর অর্থ প্রদান করবে।

ট্রাম্প বলেন, আমাদের জাতীয় স্টক থেকে কয়েকশ টন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। এই মধ্যে আছে গ্লাভস, মেডিকেল বিছানা, এন ৯৫ মাস্ক এবং গাউন । আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেনাবাহিনী এইসব সামগ্রী নিয়ে এই তিন অঙ্গরাজ্য পৌঁছে যাবে। এই তিন অঙ্গরাজ্যসহ সর্বমোট ৩২ টি অঙ্গরাজ্যের সেনা মোতায়েন করা হবে অতি শীগ্রই।

নিউইয়র্ক রবিবার রাত আটটা থেকে লক ডাউন হয়েছে। খাদ্য সামগ্রী ও ঔষধ এর মতো প্রয়োজনীয় দরকার ছাড়া বাসা থেকে বের হলে জরিমানা দিতে হবে।

এরইমধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে আখ্যা দেয়া হয়েছে। নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১৫,১৬৮ এরও বেশি। তার পরে ওয়াশিংটন প্রায় ১,৯৯৬ জন আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ৯৫ জন। এবং ক্যালিফোর্নিয়ায় প্রায় ১,৫০০জন এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯জন। পুরো আমেরিকাজুড়ে আক্রান্ত ৩২ হাজার ৮০০ জন। মারা গিয়েছে চারশত জনের উপরে।

এই খবর লেখা পর্যন্ত নিউইয়র্ক ১১৪ জন মারা গেছেন, বেশিরভাগ নিউইয়র্ক সিটিতে। যেখানে ৯০৪৫ এরও বেশি সংক্রমণ ছিল, তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে পরীক্ষার সুবিধা বাড়ার কারণে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়