শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে ৪৮ ঘন্টার মধ্যে পৌঁছাবে সেনাবাহিনী – ট্রাম্প

তোফাজ্জল লিটন : আমেরিকার ন্যাশনাল গার্ডকে আগামী দুই দিনের মধ্যে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে পাঠানো হবে। হোয়াইট হাউসের করোনভাইরাস টাস্ক ফোর্স এই তথ্য জানিয়েছে।

রবিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনভাইরাস সঙ্কটের কারণে ফেডারেল সরকার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড(সেনাবাহিনী) প্রেরণ করছে। ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা ) এর অর্থ প্রদান করবে।

ট্রাম্প বলেন, আমাদের জাতীয় স্টক থেকে কয়েকশ টন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। এই মধ্যে আছে গ্লাভস, মেডিকেল বিছানা, এন ৯৫ মাস্ক এবং গাউন । আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেনাবাহিনী এইসব সামগ্রী নিয়ে এই তিন অঙ্গরাজ্য পৌঁছে যাবে। এই তিন অঙ্গরাজ্যসহ সর্বমোট ৩২ টি অঙ্গরাজ্যের সেনা মোতায়েন করা হবে অতি শীগ্রই।

নিউইয়র্ক রবিবার রাত আটটা থেকে লক ডাউন হয়েছে। খাদ্য সামগ্রী ও ঔষধ এর মতো প্রয়োজনীয় দরকার ছাড়া বাসা থেকে বের হলে জরিমানা দিতে হবে।

এরইমধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে আখ্যা দেয়া হয়েছে। নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১৫,১৬৮ এরও বেশি। তার পরে ওয়াশিংটন প্রায় ১,৯৯৬ জন আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ৯৫ জন। এবং ক্যালিফোর্নিয়ায় প্রায় ১,৫০০জন এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯জন। পুরো আমেরিকাজুড়ে আক্রান্ত ৩২ হাজার ৮০০ জন। মারা গিয়েছে চারশত জনের উপরে।

এই খবর লেখা পর্যন্ত নিউইয়র্ক ১১৪ জন মারা গেছেন, বেশিরভাগ নিউইয়র্ক সিটিতে। যেখানে ৯০৪৫ এরও বেশি সংক্রমণ ছিল, তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে পরীক্ষার সুবিধা বাড়ার কারণে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়