শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নিষেধাজ্ঞায় করোনা কিট আমদানিতে ব্যর্থ ইরান, বাড়ছে মৃত্যু

নিউজ ডেস্ক : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা কিট আমদানি করতে পারছে না ইরান। যে কারণে প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সরকারি কর্মকর্তারা। জাগো নিউজ

[৩] ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১২৩ জন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এসব তথ্য জানিয়েছেন।

[৪] তিনি বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২০ হাজার ৬১০ জনে পৌঁছেছে। নতুন করে আরও ১২৩ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এখন এক হাজার ৫৫৬।

[৫] তবে আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৬৩৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ইরানি এই কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই ভয়াবহ করোনা প্রকোপ শুরু হয়েছে। করোনা প্রভাবে দেশটির অর্থনীতিও বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে।

[৬] মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি বাইরে থেকে করোনাভাইরাস পরীক্ষার কিট সংগ্রহ করতে পারছে না। করোনা কিট সংগ্রহ না করতে পারার এ তথ্য দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইরানের মেডিক্যাল সামগ্রী আমদানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স।

[৭] সংগঠনটি পরিচালনা বোর্ডের সদস্য রামিন ফাল্লাহ বলেন, করোনাভাইরাস পরীক্ষা কিট ইরানকে দেয়ার জন্য অনেক কোম্পানি প্রস্তুত আছে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমরা তাদের কাছে অর্থ পাঠাতে পারছি না।

[৮] এদিকে, শুক্রবার ইরানের ভয়াবহ এই সঙ্কটের সময় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে এই দুর্যোগ মোকাবিলায় ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

[৯] গত বছরের ৩১ ডিসেম্বর দেশটির হুবেই প্রদেশের উহানে নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ৩ হাজার ২৫৫জনের প্রাণহানি এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮ জন। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৬৮ এবং মারা গেছেন ১১ হাজার ৮২৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৫৩৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়