সুজন কৈরী : [২] শনিবার সিআইডির হিউমেন ট্রাফিকিং এন্ড ভাইস স্কোয়াডের বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, মো. আজিজ ওরফে আজিজুল হক নামের চক্রের ওই হোতাকে শুক্রবার রাজধানীর বিমানবন্দর সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] আজিজ রাজধানীর দক্ষিণখান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামী।
[৪] নাসির উদ্দিন আহমেদ বলেন, গত বছরের মার্চ মাসে সিআইডির সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু যাহিদের নেতৃত্বে একটি দল হিউম্যান ট্রাফিকিং এন্ড ভাইস স্কোয়াড দক্ষিনখানের নোয়াখালী গেষ্ট হাউজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। তাদের দুবাই হয়ে প্রথমে লিবিয়ায় এবং সেখান থেকে সাগর পথে অবৈধভাবে ইতালি পাঠানোর জন্য জড় করা হয়েছিল। উদ্ধাকৃতদের মধ্যে একজন সিআইডির সহায়তায় চক্রের সদস্যদের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। এরপর তদন্তকালে মামলার আসামি আজিজকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সিআইডির অভিযান চলছে।