মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর দায়ে বুলবুল আহমেদ বুলবুল (২৮) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। আটক ব্যক্তি নগরীর কালিয়াজুড়ি ভাটপাড়া এলাকার মাহমুদুল হাসান খানের ছেলে। গতকাল রাতে তাকে আটক করা হয়।
[৩] র্যাব কুমিল্লা শাকতলার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহিতুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুলবুল এর আগে ২০১৮ সালে র ্যাবের হাতে আটক হয়। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার করার অপরাধে তাকে আটক করা হয়েছিলো। সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও উস্কানিমূলক অপপ্রচার চালাতে থাকে। পরে গতকাল রাতে তাকে তার বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
[৪] র্যাব জানায়, আটক বুলবুলের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ