মনিরুল ইসলাম ; [২] মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সংসদ ভবন ও এর আশপাশের এলাকা নতুন, চোখকাড়া সাজে সাজানো হয়েছে। সর্বত্রই বঙ্গবন্ধু। সংসদের লবি ছাড়াও সংসদের ভেতরের বিভিন্ন জায়গায় নৌকার উপর শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট সংবলিত প্ল্যাকার্ড। সংসদ ভবনের ভেতরের প্রবেশের মূল ফটকের পাশের লেকে শোভা পাচ্ছে ভাসমান বঙ্গবন্ধুর ছবি।
[৩] সংসদের দক্ষিণ প্লাজায় পিক্সেল ম্যাপিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ভাষণের উদ্ধৃতি ও বিভিন্ন মুহূর্তগুলো দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৫২ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরা হবে।
[৪] বাহারি আলোকসজ্জায় বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠবে। ইতোমধ্যেই সংসদ ভবনে সাজসজ্জার কাজ শেষ হয়েছে। লাইটিং ও লেজার শো’তে ভেসে আসছে নৌকা। লেকের মাঝখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের আঙুল উঁচানো ভাষণের ঐতিহাসিক প্রতিচ্ছবি লেজার শোতে দেখা যাচ্ছে।
[৫] সংসদের দক্ষিণ পশ্চিম কোণের মাঠে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। লাইটিংয়ের মাধ্যমে লেকের পাড়ে প্রতিটি দেয়ালে নদীমাতৃক বাংলার নৌকার ছবি ভেসে উঠছে। সম্পাদনা: হাসান হাফিজ