ইয়াসিন আরাফাত : [২] গত ৯ মার্চ গবাদি পশুর রক্ত রক্ত বোঝাই একটি ট্যাংক ফেটে ওই রক্ত ছড়িয়ে পরেছে পূর্ব আর্জেন্টিনার শহড়জুরে। তারপরই রাস্তা-ড্রেন ভরে যায় দুর্গন্ধ যুক্ত আঠালো রক্তে।সেই রক্ত পৌঁছেছে বাড়ির দরজা পর্যন্ত।রক্তকে কোনও রকমে পাশ কাটিয়ে রাস্তা পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। রয়টার্স
[৩] জানা গেছে, প্রায় ৫ লক্ষ লিটার রক্ত ছিল সেই ট্যাঙ্কে। গত সপ্তাহে আচমকাই ট্যাংকটি বিস্ফোরণে ফেটে যায়। এরপরই দুর্গন্ধময় রক্ত ছড়িয়ে পড়ে রাস্তায়।
[৪] স্থানীয় বাসিন্দারা জানান, গরু, বিড়াল, কুকুর, ইঁদুরের রক্তে ঠাসা ছিল ট্যাঙ্কটি। প্রশাসনের তৎপরতায় কিছু রক্ত পরিষ্কার করা হলেও এখনও চাপ চাপ রক্ত রয়েছে রাস্তা জুড়ে। বসবাস করাই দায় হয়ে উঠেছে।
[৫] ঘটনা সম্পর্কে স্থানীয় কসাইখানার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দা্দের দাবি, বহুদিন ধরেই তাদের সেই কারখানা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তারা কোনও দিনই তা আম্লে নেয়নি।