সিরাজুল ইসলাম : [২] ওই নারীর নাম গীতা সিং। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে। বুধবার এ ঘটনা ঘটে। এনডিটিভি
[৩] থাইল্যান্ডে কর্মরত স্বামী যাদব সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় নিজের শোবার ঘরে বিছানায় বসে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়।
[৪] পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা গীতার ঘরে ফিরে এলে বিছানায় সাপ দুইটিকে দেখতে পান। ক্ষুব্ধ লোকজন সাপ দুইটিকে পিটিয়ে মেরে ফেলে।
[৫] ভেটেরিনারি বিশেষজ্ঞরা বলেন, গীতা বুঝতে না পেরে সাপের উপরে বসে পড়েন। সে সময় সাপগুলো সঙ্গমরত অবস্থায় ছিলো।