কূটনৈতিক প্রতিবেদক :[২] ড. এ কে আবদুল মোমেন বলেন, ইউরোপ থেকে বাংলাদেশে আসা ফ্লাইট বন্ধের এই নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
[৩] তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে অনেক দেশই আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, আমরাও আগামী ৩১ মার্চ পর্যন্ত তাদের প্রবেশ করতে দিবো না।
[৪] যাত্রী পরিবহন ছাড়া কার্গো বিমান, কুরিয়ার থেকে শুরু করে স্থলবন্দর দিয়েও ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে।
[৫] করোনা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় শনিবার রাতে প্রায় দু’ঘন্টা ধরে বিস্তৃত আলোচনা হয়। আন্ত:মন্ত্রণালয় বৈঠকের প্রস্তাবের পর সুপারিশগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনায় উপস্থাপনের পর নীতিগত সিদ্ধান্ত হয়।
[৬] পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় ওই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের একজন পরিচালক অংশ নেন। সম্পাদনা : খালিদ আহমেদ