আসিফ কাজর : [২] আগামীকাল রোববার থেকে বন্ধ হবে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে এই তথ্য জানিয়েছে। এরফলে যারা অগ্রিম টিকিট কিনেছিলেন তারা টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।
[৩] শনিবার রেল স্টেশন ঘুরে দেখা গেছে, সকালে ভারতগামী সবশেষ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। তবে শেষ যাত্রায় কোন বাংলাদেশি ট্রেনে আরোহন করতে পারেননি। যারা ভারত থেকে বিভিন্ন কাজে বাংলাদেশে এসেছিলেন তাদেরকে নিয়ে ট্রেনটি ছেড়েছে। এমনকি যারা আরও কয়েকদিন পরে ভারতে যেতে চাচ্ছিলেন তাদেরকেও এই ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৫৪ জন যাত্রী ছিলেন মৈত্রী ট্রেনে। একইভাবে কলকাতা থেকে সবশেষ ট্রেনটি বাংলাদেশে আসার পথে রয়েছে।
[৪] এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুধু ভিসার মাধ্যমে যাত্রী পরিবহন বন্ধ হলেও স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহন এখনো সক্রিয় রয়েছে।