শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনপিআর তৈরিতে কোন নথি লাগবে না অমিত শাহ

সামিউল শাওন:[২] বৃহস্পতিবার রাজ্যসভায় একথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও ব্যক্তি এনপিআরে যতটুক তথ্য দিতে চান, ততটুকুই দেবেন। এনপিআর নিয়ে কারও ভয়ের কোনও কারণ নেই। আর তথ্য দিতে না পারার জন্য কাউকেই সন্দেহের তালিকায় রাখা হবে না। এনডি টিভি

[৩] এনপিআর এ বাবা মায়ের জন্ম তারিখ, জন্ম স্থান সম্পর্কে তথ্য দিতে হবে বলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দেশজুড়ে এনপিআর বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি সহ বিরোধীদের একাংশ।

[৪] অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এদিন রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারতের মুসলিমদের বলতে চাই যে, তারা যেন গুজবে কান না দেয়। দেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ভয় দেখানো দেখানো হচ্ছে যে, নতুন নাগরিকত্ব আইন তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। কিন্তু এটি আদৌ ঠিক নয়। এই আইন নাগরিকত্ব কেড়ে নেবে না বরং তা প্রদান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়