রাজু চৌধুরী, চট্রগ্রাম প্রতিনিধি: [২] শুক্রবার ( ৬ মার্চ) রাতে নগরের শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[৩] তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, সংরক্ষিত আসনের জোহরা বেগম উপস্থিত ছিলেন।
[৪] তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও নৌকা প্রতীক যে পাবে তার সমর্থনে নেতাকর্মী ও জনগণ থাকবে। কারণ এক সময় যে দেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো, সে দেশ আজকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে রূপান্তর করেছেন আওয়ামী লীগের নেতৃত্বধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
[৫] রেজাউল করিম বলেন, চট্টগ্রামে চলমান যে উন্নয়ন চলছে সেটা আরও বেগবান করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। যেহেতু কেন্দ্রীয় সরকারে আওয়ামী লীগ আছে, তাই আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।
[৬] শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী, বিএমএ সহসভাপতি ডা. শেখ শফিউল আজম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফী, ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুকী, সাধারণত সম্পাদক শহিদুল আলম সিন্টু, প্রিয়লাল গোস্বামী, অহিদুল আলম মুক্তি, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশীষ নাথ দেবু। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী