সাইফুল ইসলাম: [২] বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন এলাকার নিজ বাড়ি থেকে শ্রাবনীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রাবনী (১৫) ওই এলাকার ভবেশ চন্দ্র বর্মনের মেয়ে।
[৩] বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের বরুনাগাঁও আশ্রমপাড়া এলাকার মাখনের আম বাগান থেকে অভিযুক্ত সোহাগ বর্মনকে আটক করা হয়।
[৪] সোহাগ জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবওয়েল এলাকার ধীরেণ বর্মনের ছেলে ।
[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী শ্রাবনী রানী তার মায়ের সঙ্গে খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলার মাইশছড়ি গুচ্ছগ্রামে থাকতো। চার মাস আগে তাদের পরিবার খাগড়াছড়ি থেকে ঠাকুরগাঁওয়ে চলে আসে।
[৫] কয়েকদিন পর সোহাগ প্রেমের প্রস্তাব দিলে শ্রাবনী প্রত্যাখ্যান করে । পরে বিষয়টি পরিবারেও জানাজানি হয়ে যায়।
[৬] ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান ও জেরিন খান