শিরোনাম
◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা ◈ বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে: তারেক রহমান ◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি হুইস্কিসহ তিন চীনা নাগরিক আটক

বাগেরহাট প্রতিনিধি: [২] রোববার (১ মার্চ) রাতে পশুর নদীর সুন্দরবন সংলগ্ন করমজল এলাকা থেকে একটি জালিবোট সহ তাদের আটক করা হয়। সোমবার (২ মার্চ) সকালে হুইস্কি ও চীনা নাগরিক সহ ৫ জনকে মোংলা থানায় সোপর্দ করা হয়।

[৩] এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, কোস্টগার্ডের একটি দল মোংলা বন্দর চ্যানেল ও পশুর নদীতে টহলকালে ‘এমভি রনি’ নামক একটি জালিবোটকে চ্যালেঞ্জ করলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড ওই বোটটি আটক ও তল্লাশী চালিয়ে ৫০টি কার্টুন ভর্তি ৩শ’ বোতল চীনা তৈরি হুইস্কি জব্দ করে। জব্দকৃত হুইস্কির লেবেলে চায়না ভাষা ও প্রত্যেকটিতে ৭৫০ মিলি লিটার ও ৫৩ শতাংশ অ্যালকোহল লেখা রয়েছে। বিদেশি এ মদ বহনের অভিযোগে মোংলার মাবানা ট্যুর কোম্পানির ফাইবার বোর্ট ‘এমভি রনি-১’ জব্দ করা হয়।

[৪] মোংলা থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল জানান, এ ঘটনায় চীনা নাগরিক জেরি, জ্যাক জিয়াও, ফু হং সহ তাদের দু’সহযোগী বাংলাদেশি নাগরিক হাসনাত অফজাল, বোট চালক রুমন শিকাদারকে আটক করা হয়। চীনা ওই তিন নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইনপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনে কর্মরত রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চীনা পাসপোর্ট। মোংলা বন্দরে আসা একটি বিদেশি জাহাজ থেকে মেশিনারিজ পণ্যের সঙ্গে এ সকল হুইস্কি কর্মস্থলে নেয়া হচ্ছিল বলে জানা গেছে।

[৫] অপরদিকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশে বহন করা হচ্ছিল বলে আটককৃতদের কাছ থেকে জানা যায়। আটককৃত মদ ও আসামিদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

[৬] কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়