শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির ঘটনা কোনোভাবেই দাঙ্গা নয়, এটা একপক্ষীয় এবং পরিকল্পিত হত্যাকা-

শাওন হারুন : দিল্লির ঘটনা কোনোভাবেই দাঙ্গা নয়, এটা একপক্ষীয় এবং পরিকল্পিত হত্যাকা-। ভারতের প্রথম সারির পত্রিকাও তাই বলছে। আমাদের দেশে প্রথম সারির এক আঁতেল পত্রিকা ‘প্রথম আলো’ একে সিএএ বিরোধী এবং এর পক্ষের মধ্যে সংঘর্ষ উল্লেখ করেছে। থুথু’ই ছুঁড়ি এসব ধান্ধাল পত্রিকায়। আমরা জানি, বাংলাদেশে মুসলিম বিদ্ধেষী, কতক ধান্ধাল মিডিয়া, কিছু ক্যাশ পেইড দালাল তাদের মুখ এবং কলম সবসময় তৈরি করে রাখে সুযোগে মুসলিম স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের জন্য। এরা যেন এদেশে কোনো সংখ্যালঘুর সর্দি হলেও নিজ হাতে তা মুছে দিতে প্রস্তুত অথচ তাদের প্রভুর দেশে মুসলিমের রক্ত ঝরলেও শিকার করতেও প্রস্তুত নয়।

নাগরিকত্ব আইন এবং সিএএ বিরোধীরা শুধু মুসলিম নন। বরং বেশিরভাগই অন্যান্য সম্প্রদায়ের মানুষ। একটু দেখুন দিল্লির ওই হামলায় কেবল মুসলিমদের উপরই হচ্ছে। এখন পর্যন্ত যে ৪০ জন মারা গেছেন, তারা কিন্তু সবাই মুসলিম। আগুন দেয়া হয়েছে, হামলা করা হচ্ছে সব মমুসলমানদের বাড়িতে, মুসলমানদেরই মসজিদে মাদ্রাসায়। সুতরাং এটা যে কট্টর সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ তা আর বিশ্লেষণের কোনো দরকার আছে বলে মনে করি না। আসলে ভুল পথের ভুল পথিকদের শুদ্ধ পথে ফিরে আসা আর যেন হয়েই উঠে না। আমরা আমাদের অসাম্প্রদায়িকতার আলোতেই এদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখবো, কারও ইন্ধনে বিচলিতও হবো না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়