শিরোনাম
◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে ধর্মীয় সহিংসতা, কবি নজরুল কলেজের শিক্ষার্থীর একক প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: [২] দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদ জানিয়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিফ অনিক।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের মূল ফটকে দাড়িয়ে প্লেকার্ড হাতে একক প্রতিবাদ জানান তিনি।

[৩] এসময় তিনি উত্তর-পূর্ব দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের প্রতি ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করেন।

[৪] আতিফ অনিক বলেন, গত মঙ্গলবার মধ্য রাত থেকে ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে এ পর্যন্ত ৩৪ জন এর অধিক সংখ্যালঘু মুসলমানকে হত্যা করেছে এই মোদি সরকার।তারা সাম্প্রদায়িক দাঙ্গার উদ্দেশ্যে মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে।গত কয়েক মাস ধরেই ভারতের জনগণ এনআরসি এনপিয়ার এবং সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে আসছে।এই আন্দোলন দমন করবার উদ্দেশ্যে, জনগণের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্যেই দিল্লীতে মোদি সরকারের পেটোয়া বাহিনী হামলা চালাচ্ছে।ভারতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্যেও উদ্বেগজনক।দক্ষিণ এশিয়ার মানুষদের ভারতে নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে হবে।

[৫] তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই সেখানে মুসলমানদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব বন্ধ করতে হবে। একই সঙ্গে মুজিববর্ষে নরেন্দ্র মোদির নিমন্ত্রণপত্র বাতিল করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়