শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে ধর্মীয় সহিংসতা, কবি নজরুল কলেজের শিক্ষার্থীর একক প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: [২] দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদ জানিয়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিফ অনিক।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের মূল ফটকে দাড়িয়ে প্লেকার্ড হাতে একক প্রতিবাদ জানান তিনি।

[৩] এসময় তিনি উত্তর-পূর্ব দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের প্রতি ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করেন।

[৪] আতিফ অনিক বলেন, গত মঙ্গলবার মধ্য রাত থেকে ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে এ পর্যন্ত ৩৪ জন এর অধিক সংখ্যালঘু মুসলমানকে হত্যা করেছে এই মোদি সরকার।তারা সাম্প্রদায়িক দাঙ্গার উদ্দেশ্যে মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে।গত কয়েক মাস ধরেই ভারতের জনগণ এনআরসি এনপিয়ার এবং সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে আসছে।এই আন্দোলন দমন করবার উদ্দেশ্যে, জনগণের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্যেই দিল্লীতে মোদি সরকারের পেটোয়া বাহিনী হামলা চালাচ্ছে।ভারতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্যেও উদ্বেগজনক।দক্ষিণ এশিয়ার মানুষদের ভারতে নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে হবে।

[৫] তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই সেখানে মুসলমানদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব বন্ধ করতে হবে। একই সঙ্গে মুজিববর্ষে নরেন্দ্র মোদির নিমন্ত্রণপত্র বাতিল করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়