শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপিয়ার কর্মকান্ড আমাকে চরমভাবে ব্যথিত করেছে, বললেন অপু উকিল (ভিডিও)

নিউজ ডেস্ক: [২] অস্ত্র ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ‘সমাজের কীট’ বলে আখ্যায়িত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বলেছেন, পাপিয়াদের অপকর্মের দায় যুব মহিলা লীগ নেবে না। -ডিবিসি, যুগান্তর

[৩] তিনি বলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে পাপিয়ার কর্মকান্ড আমাকে চরমভাবে ব্যথিত করেছে। এই সংগঠনটির একটি আলাদা পরিচয় আছে। কারণ যুব মহিলা লীগকে আমরা অনেক কষ্ট করে নিজেরা তৈরি করেছি। শেখ হাসিনা আমাদের দিয়ে এই সংগঠনটি তৈরি করিয়েছেন।

[৪] অপু উকিল বলেন, জেলা, উপজেলা, ইউনিয়নের প্রত্যেকটি নেতকর্মীকে আমরা নার্সিং করে তৈরি করেছি। যুব মহিলা লীগের সকল নেতাকর্মীকে আমরা নিজেরা তৈরি করিয়েছি, তারা আগে থেকে তৈরি ছিলো না। সব নেতাকর্মীরা আমাদের নির্দেশনা মেনে চলেছে সবসময়। সেখানেই কষ্ট লাগে যে এভাবে সংগঠন তৈরি করার পরও এই পাপিয়াটা ঢুকলো কেমন করে।

[৫] এদিকে, কোন মন্ত্রে আর কার বা কাদের পৃষ্ঠপোষকতায় হঠাৎ করেই যুব মহিলা লীগের জেলা সাধারণ সম্পাদকের পদ পেয়ে গিয়েছিলেন পাপিয়া ওরফে পিউ? এমন প্রশ্নের জবাবে নরসিংদী জেলা যুবলীগের নেতারা জানিয়েছেন, ‘তাকে পদ দেয়ার ক্ষেত্রে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিলের সমর্থন ছিলো। অনেকের বিরোধিতার মুখে ঢাকায় গিয়ে পাপিয়াকে পদ দিয়ে কমিটি ঘোষণা করেন অপু উকিল।’

[৬] তারা জানান, ‘২০১৪ সালে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন করলেও নরসিংদীতে কমিটি দিতে পারেননি। পরে ঢাকায় ফিরে সংবাদ বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা কমিটি ঘোষণা করেন, তাতে পাপিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।’

[৭] এ বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু এক গণমাধ্যমকে বলেন, ‘২০১৪ সালে সম্মেলনের মাঠে পাপিয়ার নাম প্রস্তাব করলে আমিসহ সংগঠনের আরো অনেকে বিরোধিতা করি। আমাদের বিরোধিতার মুখে নাজমা ও অপু নরসিংদীতে কমিটি দিতে না পেরে ঢাকায় গিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি দেয়। এতো বিরোধিতার পরও পাপিয়াকে কেন পদ দেয়া হলো এমন প্রশ্নে সে সময় অপু জানিয়েছিলেন, ওপরের চাপে পড়ে পাপিয়াকে পদ দিতে বাধ্য হয়েছেন।’

[৮] নজরুল ইসলাম হীরুর এমন বক্তব্যের প্রেক্ষিতে অপু উকিল ওই গণমাধ্যমকে বলেন, ‘নরসিংদী আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করেই কমিটি দেয়া হয়েছিল। তাদের সুপারিশেই পাপিয়া পদ পেয়েছে।’

[৯] পাপিয়াকে পদ দিতে কারা তদ্বির করেছিল প্রশ্নে অপু উকিল যে দুজনের নাম বলেন তাদের একজন মৃত ও অন্যজন অসুস্থ হয়ে শয্যাশায়ী।

[১০] এ বিষয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার বলেন, ‘সে সময় নরসিংদীর একটি পক্ষ পাপিয়ার বিষয়ে নেতিবাচক মন্তব্য করায় আমি পাপিয়াকে পদ দেয়ার পক্ষে ছিলাম না। তারপরও শেষ পর্যন্ত চাপে পড়ে দিতে হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়