আসিফুজ্জামান পৃথিল : [২] জয় শ্রী রাম এবং হিন্দুওকা হিন্দুস্তান স্লোগান দিয়ে একদল ব্যক্তি এই ঘটনা ঘটায়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে লাগানো হয় ভগবান হনুমানের ছবিসম্বলিত পতাকা। দ্য ওয়ার
[৩] টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারতের পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন। তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করছেন। মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়।
[৪] সরেজমিনে গিয়ে ভারতের গণমাধ্যমকর্মীরা দেখেছেন, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন। কিন্তু সেখানে কোনও পুলিশের উপস্থিতি নেই।
[৫] স্থানীয়রা বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব