শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে, বললেন স্পিকার

আসাদুজ্জামান সম্রাট: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্ট এ্যান্ড এ্যামিউজমেন্ট পার্কে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন।

বনভোজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এমন আয়োজন নিজেদের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়। প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পরামর্শ ও নির্দেশনায় জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জন এসেছে। এ বছর জাতি উদযাপন করতে যাচ্ছে ‘মুজিববর্ষ-২০২০’। জাতীয় সংসদ বিশেষ অধিবেশন, শিশু মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদ জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন।

বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ জাফর আহমেদ খানসহ কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবারের সদস্যগণ। এ সময় প্রধান অতিথিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী সুবর্ণগ্রাম রিসোর্টে খাবারের আয়োজনে অতিথিদের দেখার জন্য বিভিন্ন মোড় ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এই জেলার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

খাবারের পর ড. শিরীন শারমিন চৌধুরী এই পার্কের বিভিন্ন চিত্রগুলো পরিদর্শন করেন ও কিছুক্ষণ ছোট বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শেষে স্পিকার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ এর 'নদীর ধারে' এবং সহকারী বিতর্ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর 'শতবর্ষে শতকাব্যে শেখ মুজিব' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়