ওবায়দুল হক, আরব আমিরাত প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২.০১ মিনিটে বাংলাদেশ সমিতি শারজার কার্যালয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমিরাতের সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি অন্তত ৪০ টি সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন এর পরপর সমিতির শারজাহ শাখার সিনিয়রসহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, মাহবুবুর রহমান, আব্দুল মান্নান, শাহাদাৎ, সালেহ আহমদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ