চট্টগ্রাম প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে মিরসরাইয়ের ঠাকুরদিঘীর পাড় এলাকায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত মো. ইসমাইল (২২) চালকের সহকারী বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সংঘর্ষের পর ওই কাভার্ডভ্যান চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।