শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে বর ও বরের বাবাকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

কাজী ফিরোজ, ফরিদপুরের প্রতিনিধি: ফরিদপুরের গত ১৪ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামে ১৬ বছরের কিশোরী কন্যাকে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করায় ওই কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। ওইদিন আদালতের কাছে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেয়ার মুচলেকা দিয়েছিলেন মেয়ের বাবা কাওসার সিকদার।

আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নিকট জরিমানা ও মুচলেকা দেওয়ার পরও ওইদিনই গোপনে ওই বাল্য বিবাহ সম্পন্ন হয়। কিন্তু ১৮ ফেব্রুয়ারি দুপুরে ছেলের বাড়ি ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে বউ ভাতের আয়োজন করায় বিষয়টি আবার গোচরে আসে ভ্রাম্যমাণ আদালতের। এ খবর শুনে মঙ্গলবার বিকালে ছেলের বাড়িতে অভিযান চালিয়ে বর ও বরের বাবাকে আটক করে নিজের কার্যালয়ে নিয়ে আসেন ইউএনও ঝোটন চন্দ।

পরে সন্ধ্যায় আদালত বসিয়ে ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে বর আলামীনকে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বরের বাবা এনায়েত হোসেনকে (৫৫) একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা কালে কনের বাবাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও ঝোটন চন্দ বলেন, আদালতের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন ঠেকানোর পরও এ বিবাহ দিয়ে আইনের প্রতি অবজ্ঞা দেখিয়েছে ওই দু্টি পরিবার। এজন্য বাল্যবিবাহ নিরোধ আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়