শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাড়ি, বোরকা ও ইন্টারনেট ব্যবহারের কারণে উইঘুর মুসলিমদের গ্রেপ্তার করছে চীন

মশিউর অর্ণব : চীনে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের হাজার হাজার মুসলমানের ওপর নিপীড়ন ও নির্যাতনের নতুন একটি দলিল ফাঁস হয়েছে। এই দলিলে চীনের জিনজিয়াং অঞ্চলে তিন হাজারের বেশি নাগরিকের দৈনন্দিন জীবনের যাবতীয় ব্যক্তিগত তথ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। বিবিসি।

১৩৭ পৃষ্ঠার দলিলটির প্রতিটি পৃষ্ঠায় ভিন্ন ভিন্ন কলাম এবং ছক কেটে এসবের বিস্তারিত লিপিবদ্ধ করা হয়েছে। অপর একটি দলিলে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ৩১১ জন মানুষের ব্যাপারে ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হয়েছে। এই দলিলে তাদের পূর্ব ইতিহাস, তারা দিনে কতবার নামাজ পড়েন, কী পোশাক পরেন, তাদের পরিবারের সদস্যদের আচার আচরণের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্যও রয়েছে দলিলটিতে।

জিনজিয়াংয়ে চীনা নীতি বিশেষজ্ঞ ড. অ্যাড্রিয়ান জেনজ বলেন, ‘এসব দলিল আমার দেখা এপর্যন্ত সবচেয়ে জোরালো প্রমাণ যে, চীন সরকার কিভাবে ধর্মীয় বিশ্বাস এবং চর্চার কারণে মানুষকে শাস্তি দিয়ে চলেছে।’

তবে দেশটির সরকার এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছে, এগুলো চীনের সন্ত্রাসবাদ এবং ধর্মীয় উগ্রপন্থা মোকাবেলায় নেয়া পদক্ষেপেরই একটি অংশ। যারা সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা সংক্রান্ত কোনো অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত, বন্দি শিবিরগুলোতে কেবল তাদেরই সংশোধন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়