সিরাজুল ইসলাম: রোববার টুইট বার্তায় তিনি এ দাবি করেন। দেশটির সন্ত্রাসবিরোধী স্কোয়াড গত সপ্তাহে তাকে তলব করেছিলো। ইয়ন
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থার কর্মী বুখারীর বিরুদ্ধে পাকিস্তানবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করার অভিযোগ করেছে সেনাবাহিনী। এ চাড়া তার বিরুদ্ধে সাইবার অপরাধ, সন্ত্রাসী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করেছে সেনাবাহিনী।
৩০ দিনের মধ্যে হাজির না হলে তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে তলবের নোটিশে বলা হয়েছে। পরে সেনাবাহিনীকে এক চিঠিতে বুখারী বলেন, আমি একজন সন্ত্রাসী। দয়া করে আমাকে ভয় করুন। পাকিস্তান সেনাবাহিনীতে গর্ত খুঁড়ছেন কেন?
বুখারী পাকিস্তানের পরিচিত মুখ। তিনি সেনাবাহিনীর কট্টর সমালোচক। বেসামরিক সরকারের অধিনে সেনাবাহিনী সংবিধানবিরোধী যেসব কাজ করে থাকে, সেগুলোর তীব্র সমালোচনা করেন তিনি।