জেরিন আহমেদ: ইংল্যান্ডের কর্নওয়েলের সৈকতের এদৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আটকে পড়া এ তিমিটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৩.৪৫ মিনিটে মারা যায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ ডাইভারস মেরিন লাইফ রিসকিউর (বিডিএমএলআর) ফেসবুক পেজে মরনাপন্ন অবস্থায় ও মৃত্যুর পর তিমিটির বিভিন্ন ছবি প্রকাশিত হয়।
ছবিতে দেখা যায়, পাথুরে সৈকতে লেজ আছড়ানোর কারণে এর লেজের দিকে কেটে ভয়াবহ রক্তপাত হয়েছে।
লেজ আছড়ানোর কারণে রক্তপাত। ৬০ ফুট দৈর্ঘ্যের তিমিটিকে আটকে পড়তে দেখে স্থানীয়রা বিডিএমএলআরকে খবর দেয়। তারা জানান, এটি ভয়াবহ শব্দ করছিলো।
কর্নওয়েলের লিজার্ড উপদ্বীপের সৈকতে আটকে পড়া এ তিমিটি কিভাবে এখানে এলো তা সম্পর্কে কিছুই জানাননি বিডিএমএলআরের বিশেষজ্ঞরা। তারা জানান, ময়নাতদন্তের পর তিমিটির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।
তিমিটির মরদেহ। এদিকে যানজটের আশঙ্কায় তিমিটিকে দেখতে এ অঞ্চলে ভ্রমণ না করার জন্য পর্যটকদের আহ্বান জানিয়েছে পুলিশ।
তিমিটির আটকে পড়া সৈকতের অংশটুকু ব্যক্তিমালিকানার হওয়ায় জমির মালিকরাই তিমিটির মরদেহ সরিয়ে নিচ্ছেন। তবে ফিন হোয়েল প্রজাতির এ তিমিটি নর নাকি স্ত্রী, তা নিশ্চিত করতে পারেননি বিশেষজ্ঞরা।