শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির জন্য অবশেষে প্যারোলের পথে হাটছে বিএনপি, জামিনের জন্য আগামী সপ্তাহে উচ্চ আদালতে আবেদন

শাহানুজ্জামান টিটু : বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার জামিনের জন্য আবারও উচ্চ আদালতে আবেদন করা হবে। শুক্রবার দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের জন্য ঠিকমতো কাজ করেছেন কিনা তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা প্রশ্ন তুললে আইনজীবীরা বলেন, দেশে আইনের শাসন নেই বলেই জামিন পাননি। খালেদা জিয়ার জামিনের ব্যাপারে সরকারের প্রতিহিংসায় আদালত প্রভাবিত হবেন না বলেও আশা প্রকাশ করেন মাহবুব হোসেন।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার প্রয়োজন। নাহলে পরিণতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সবচেয়ে বড় বাধা ছিলেন তার বড় ছেলে তারেক রহমান। কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কারণে তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। মুক্তি পেলেই চিকিৎসার জন্য যাবেন লন্ডনে। বিএনপির বর্তমান নেতৃত্ব দিয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে যে মুক্ত করা সম্ভব না তা দেরিতে হলেও বুঝতে পেরেছেন তারেক রহমান।

গতবছর অক্টোবর মাসের দিকে প্যারোলে মুক্তির বিষয়ে প্রথম মুখ খোলেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। কিন্তু তার ওই বক্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ওই সময় বলেছিলেন, যারা খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চান তারা দালাল। গয়েশ্বর চন্দ্র রায়ের একথার প্রতিক্রিয়া জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, প্যারোল আইনগত অধিকার। না বুঝেই দলের কেউ কেউ প্যারোলের বিরোধিতা করছেন। তার মতে, আপসহীনতা মানে ধুকে ধুকে মরে যাওয়া নয়। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যের পর এরমধ্যে চলে গেছে প্রায় চার মাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়