শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে ৪ যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা

ছনি চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জকে যানজট মুক্ত করে আধুনিক শহর গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছে¡দ অভিযান ধারাবাহিকভাবে চলছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ উচ্ছে¡দ করা হয়। কোনো দোকানদার ড্রেনের উপর বা দোকানের সামনে মালামাল বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানানো হয়।

অবৈধ স্থাপনা উচ্ছে¡দ অভিযানের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। অভিযানে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উচ্ছে¡দ অভিযানে সহযোগীতা করেন। এছাড়াও অভিযান চলাকালে থানা পয়েন্ট,নতুন বাজার মোড়, শেরপুর রোড,আনমনু রোড, মধ্য বাজারসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ ভাবে সড়কের উপর পার্কিং করার দায়ে ৩টি ট্রাক্টরকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা ও একটি সিএনজি অটো রিকশার চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, যানজট মুক্ত করে নবীগঞ্জ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে অভিযান অব্যাহত থাকবে।

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, যানজট মুক্ত মডেল শহর গড়ে তুলতে উচ্ছে¡দ অভিযানে সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা প্রয়োজন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়