শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীগঞ্জে ৪ যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা

ছনি চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জকে যানজট মুক্ত করে আধুনিক শহর গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছে¡দ অভিযান ধারাবাহিকভাবে চলছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ উচ্ছে¡দ করা হয়। কোনো দোকানদার ড্রেনের উপর বা দোকানের সামনে মালামাল বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানানো হয়।

অবৈধ স্থাপনা উচ্ছে¡দ অভিযানের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। অভিযানে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উচ্ছে¡দ অভিযানে সহযোগীতা করেন। এছাড়াও অভিযান চলাকালে থানা পয়েন্ট,নতুন বাজার মোড়, শেরপুর রোড,আনমনু রোড, মধ্য বাজারসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ ভাবে সড়কের উপর পার্কিং করার দায়ে ৩টি ট্রাক্টরকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা ও একটি সিএনজি অটো রিকশার চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, যানজট মুক্ত করে নবীগঞ্জ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে অভিযান অব্যাহত থাকবে।

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, যানজট মুক্ত মডেল শহর গড়ে তুলতে উচ্ছে¡দ অভিযানে সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা প্রয়োজন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়