শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুখ পাখিটা উইড়া গেছে’ শাহজাহান শুভর

বিনোদন ডেস্ক: ‘আমার কলিজাটা পোড়া’ গানের সাফল্যের পর শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শাহজাহান শুভ প্রকাশ করলেন তার নতুন গান। শিরোনাম ‘সুখ পাখিটা উইড়া গেছে’। সৈকত সুবহানের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতে ছিলেন মনি জামান।

গানটি প্রসঙ্গে শিল্পী শাহজাহান শুভ বলেন, ‘ভিন্নধর্মী ভালো লাগার একটি গান “সুখ পাখিটা উইড়া গেছে”। এর সৃষ্টির পেছনে সুন্দর একটা গল্প আছে। একদিন রাতে অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ করেই একটা সুর মাথায় আসে। ওই সুরের ওপর বন্ধু সৈকত সুবহান কথা বসিয়ে দেন। আর গুণী সংগীত পরিচালক মনি জামান ভাই তৈরি করেন মিউজিক। এভাবেই চলতি পথে তৈরি সুরের ওপর গানটি তৈরি হয়। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সংগীত পরিচালক মনি জামান বলেন, ‘গানের কথা ও সুর অসাধারণ। আর শাহজাহান শুভ ভাইয়ের গায়কী আরও সুন্দর হয়েছে। এর আগে যতগুলো গান তিনি গেয়েছেন, তার মধ্যে “সুখ পাখিটা উইড়া গেছে”তে অন্যরকম একটা আবেদন আছে।’

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ জানান, সিডি চয়েস মিউজিকের ব্যানারে ‘সুখ পাখিটা উইড়া গেছে’ গানটি প্রকাশ হয়েছে আজ।

উল্লেখ্য, গত বছর ১০ অক্টোবর শিল্পী শাহজাহান শুভর গাওয়া ‌‘আমার কলিজাটা পোড়া’ গানটি প্রকাশ হয়। ইতিমধ্যেই গানটি ২৩ লাখেরও বেশি শ্রোতা শুনেছেন। এছাড়াও ইউটিউবে শুভর ‘তোর কারণে’ গানটি দেখেছেন ১‌৬ লাখেরও বেশি দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়