শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুখ পাখিটা উইড়া গেছে’ শাহজাহান শুভর

বিনোদন ডেস্ক: ‘আমার কলিজাটা পোড়া’ গানের সাফল্যের পর শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শাহজাহান শুভ প্রকাশ করলেন তার নতুন গান। শিরোনাম ‘সুখ পাখিটা উইড়া গেছে’। সৈকত সুবহানের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতে ছিলেন মনি জামান।

গানটি প্রসঙ্গে শিল্পী শাহজাহান শুভ বলেন, ‘ভিন্নধর্মী ভালো লাগার একটি গান “সুখ পাখিটা উইড়া গেছে”। এর সৃষ্টির পেছনে সুন্দর একটা গল্প আছে। একদিন রাতে অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ করেই একটা সুর মাথায় আসে। ওই সুরের ওপর বন্ধু সৈকত সুবহান কথা বসিয়ে দেন। আর গুণী সংগীত পরিচালক মনি জামান ভাই তৈরি করেন মিউজিক। এভাবেই চলতি পথে তৈরি সুরের ওপর গানটি তৈরি হয়। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

সংগীত পরিচালক মনি জামান বলেন, ‘গানের কথা ও সুর অসাধারণ। আর শাহজাহান শুভ ভাইয়ের গায়কী আরও সুন্দর হয়েছে। এর আগে যতগুলো গান তিনি গেয়েছেন, তার মধ্যে “সুখ পাখিটা উইড়া গেছে”তে অন্যরকম একটা আবেদন আছে।’

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ জানান, সিডি চয়েস মিউজিকের ব্যানারে ‘সুখ পাখিটা উইড়া গেছে’ গানটি প্রকাশ হয়েছে আজ।

উল্লেখ্য, গত বছর ১০ অক্টোবর শিল্পী শাহজাহান শুভর গাওয়া ‌‘আমার কলিজাটা পোড়া’ গানটি প্রকাশ হয়। ইতিমধ্যেই গানটি ২৩ লাখেরও বেশি শ্রোতা শুনেছেন। এছাড়াও ইউটিউবে শুভর ‘তোর কারণে’ গানটি দেখেছেন ১‌৬ লাখেরও বেশি দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়