স্পোর্টস ডেস্ক : নেপালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই অসাধারণ এক কীর্তি গড়েছেন নেপালের কুশল মাল্লা। সবচেয়ে কম বয়সে ফিফটি হাঁকানোর রেকর্ডটি নিজের করে নিয়েছেন টিনএজ এই ব্যাটসম্যান।
ত্রিভূবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শনিবার যুক্তরাষ্ট্রকে ১৬ রানে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন কুশল।
নির্ধারিত ওভারের চার বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান করে নেপাল। তাতে বড় অবদান অভিষিক্তি কুশলের। উইকেট ছাড়ার আগে ৫১ বলে করে যান ৫০ রান।
গুরুত্বপূর্ণ এই ইনিংস খেলার পাশাপাশি সবচেয়ে কম বয়সে অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। এদিন তার বয়স ছিলো মাত্র ১৫ বছর ৩৪০ দিন। এতোদিন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে অর্ধশতক হাঁকানোর রেকর্ডটি ছিলো নেপালেরই আরেক ক্রিকেটার রোহিত পাউডেলের দখলে।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অর্ধ-শতক হাঁকানোর সময় পাউডেলের বয়স ছিল ১৬ বছর ১৪৬ দিন।
রেকর্ড গড়ে উচ্ছ্বসিত কুশল বলেন, ‘আমি একটু চাপে ছিলাম না। মাঠে যখন ঢুকলাম, তখন নিজেকে বললাম দলের জন্য ভালো স্কোর করতেই হবে। দেশের মাটিতে এ রেকর্ড গড়া আমার জন্য দারুণ একটা মুহূর্ত।’