তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হবিগঞ্জ জেলার কমলপুর এলাকার মো. ইয়াছিন ও ভবানীপুর এলাকার মো. আনোয়ার হোসেন। আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্বরে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। সম্পাদনা : তিমির বর্ত্তী