রাজু চৌধুরী : চট্টগ্রাম নগরীতে একটি স্কুল থেকে ল্যাপটপ চুরির ঘটনায় বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনজনকে গ্রেফতার করেছে এসআই মৃণাল মজুমদারের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। ওসি বলেন, জাকির হোসেনকে বুধবার বিকেলে নগরীর আউটার স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ফেসবুকে ল্যাপটপের ছবি সংযুক্ত করে দেওয়া একটি স্ট্যাটাস দেখে চোর শনাক্ত করা হয় এবং পরে তাকে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতারকৃত তিনজন হল, জাকির হোসেন (৩১), নাহিয়ান উল হক খান (২৭) এবং মজিবুর রহমান(৩৫)। এরপর নাহিয়ানকে নগরীর নূর আহমদ সড়কে নাসিমন ভবনের পেছন থেকে এবং মজিবুরকে জুবিলি রোডের সিডিএ মার্কেটে তার দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার জানান, নগরীর কোতোয়ালী থানার লাভ লেইনে সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও একটি নোটপ্যাড চুরি হয়। গত ২৭ জানুয়ারি এই ঘটনায় প্রধান শিক্ষিকা বদরুন নেছা বাদি হয়ে মামলা দায়ের করেন।
এসআই মৃণাল জানান, জাকিরের বাসা ওই স্কুলের পেছনে। তার বাবা বাবুর্চি। সে-ও মাঝে মাঝে বাবুর্চির কাজ করে। নাহিয়ান তার বন্ধু। দুজন মিলে আউটার স্টেডিয়াম এলাকায় মাদক সেবন করে। আর জুবিলি রোডের সিডিএ মার্কেটের দোকানি মজিবুর নাহিয়ানের ঘনিষ্ঠ। খোঁজখবর নেওয়ার একপর্যায়ে জানতে পারি, স্কুলের পেছনের বাসিন্দা এক যুবক ফেসবুকে একটি ল্যাপটপের ছবি আপলোড করে, তবে স্ট্যাটাসে কিছু লেখা নেই। শুধু নিজের ছবি আর ল্যাপটপের ছবি। ফেসবুক থেকে সেই স্ট্যাটাসের স্ক্রিণশট নিয়ে দেখলাম, সেটি এবং চুরি যাওয়া ল্যাপটপ দুটোই লেনোভো মডেলের।
এরপর আমরা তাকে শনাক্ত করি এবং অবস্থান নিশ্চিত হয়ে আটক করি।মজিবুরের দোকান থেকে চোরাই ল্যাপটপ, নোটপ্যাড ও প্রজেক্টর উদ্ধার করা হয়। মৃণাল আরও জানান, জাকির, নাহিয়ানকে, মজিবুর এরা চোরচক্র, এর আগেও একাধিকবার চুরির পর একইভাবে তারা মালামাল বিক্রি করেছে বলে স্বীকার করে।
সম্পাদনায়: তিমির চক্রবর্ত্তী