স্পোর্টস ডেস্ক : পুরোনো চোট ঠিক মতো না সারতেই নতুন দুঃসংবাদ শুনতে হয়েছে উসমান দেম্বেলেকে। আর সেই দুঃসংবাদে চিন্তার ভাঁজ পড়েছে বার্সেলোনার কপালে। কেননা চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে এসে আবারও নতুন করে সমস্যায় পড়েছেন উসমান দেম্বেলে।
সোমবার দলের সঙ্গে অনুশীলনের সময় ডান ঊরুর মাংশপেশিতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন দেম্বেলে। হ্যামস্ট্রিং চোটে গত নভেম্বর থেকে দলের বাইরে আছেন দেম্বেলে। চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি।
২২ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকা কবে নাগাদ দলে ফিরবেন, তা জানানো হয়নি।লম্বা সময়ের জন্য স্ট্রাইকার লুইস সুয়ারেস ছিটকে যাওয়ায় দেম্বেলের ফেরার অপেক্ষায় ছিল বার্সেলোনা।