ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকটির স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধাক্কার ফলে সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে পাশের বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম “মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)” এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।