শিরোনাম
◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা ◈ কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল, অবৈধই থাকল বিএনপি প্রার্থীর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স 

স্পোর্টস ডেস্ক: দারুণ এক ই‌নিংস খেল‌লেন ডে‌ভিড মালান ও তৌ‌হিদ হৃদয়। এই দু্'জ‌নের ব‌্যা‌টিং‌য়েই জ‌য়ের বন্দ‌রে পৌঁছায় রংপুর। এ‌দিন জিতলেই প্লে-অফ, এমন সমীকরণ নিয়ে মাঠে নামা রংপুর রাইডার্সকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন ডাভিড মালান ও তাওহিদ হৃদয়। শেষ চারের আশা টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না ঢাকা ক্যাপিটালসের জন্য। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তা আর করতে পারেনি তারা। ১১ রানের জয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লিটন দাসের দল রংপুর।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালান ও হৃদয়ের ফিফটিতে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে মোহাম্মদ সাইফউদ্দিনের শেষের ঝড়ে ৭ উইকেটে ১৭০ রান তুলতে পারে ঢাকা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে আছে ঢাকা। ---- অলআউট স্পোর্টস

টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের হয়ে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দেন মালান ও হৃদয়। ১২৬ রানের জুটি গড়ে ভেঙে দেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের ১২৪ রানের রেকর্ড।

১৫তম ওভারের প্রথম বলে ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করা ম্যাচসেরা মালানকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। চলতি আসরে তৃতীয় ফিফটি হাঁকানো হৃদয় ফেরেন ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে। শেষ দিকে কাইল মায়ার্সের ঝড়ো ২৪ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় রংপুর।

লক্ষ্য তাড়ায় ফাহিম আশরাফের পেসে ৪ ওভারে ৪৪ রান তুলতে দুই ওপেনারকে হারায় ঢাকা। বোলিংয়ে এসে প্রথম বলেই দুই ম্যাচ পর রানের দেখা পাওয়া সাইফ হাসানকে (১২) বোল্ড করেন নাহিদ রানা। নিজের পরের ওভারেরও প্রথম বলে সাব্বির রহমানকে (৮) সাজঘরের পথ দেখান এই গতি তারকা। বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেনও (১০)।

৭৪ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন। মিঠুনের (২৫) ধীরগতির ইনিংস থামিয়ে সেই পথে বাধা হয়ে দাঁড়ান নাহিদ। শেষ দিকে ৩০ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৮ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধান কমান সাইফ। নাহিদের শিকার ৩ উইকেট, ফাহিম নেন দুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়