মো: সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে মাদকদ্রব্য রাখার দায়ে দুই মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর আখাউড়া পৌরসভার খড়মপুর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৪ কেজি গাঁজাসহ খোদেজা বেগম (২৫), সাহেরা খাতুন (৫০), এলহাম মিয়া (৪৫), ইউনুছ বেপারী (৫৯) ও মো: হীরা মিয়া (২৯) কে আটক করা হয়।
এসময়, নিজ হেফাজতে মাদক (গাঁজা) রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত খোদেজা বেগমকে ১ বছর, সাহেরা খাতুনকে ৬ মাস, এলহাম মিয়াকে ১ বছর, ইউনুছ বেপারী ও হীরা মিয়াকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান। সম্পাদনা : আলআমিন