শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস : চীনের শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। যার সংখ্যা কমার কোনও লক্ষণও দেখা যাচ্ছে না। এদিকে করোনাভাইরাসের কারণে ধস নেমেছে চীনের পুঁজিবাজারে। চীনা নতুন বছর উদযাপনের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে এ ধস লক্ষ করা যায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এতে বলা হয়, প্রথম কার্যদিবস সোমবার সাংহাই কম্পোজিটের সূচক নেমেছে নয় শতাংশ। দিনের শুরুতেই শেনঝেন কমপোনেন্ট সূচক কমেছিল নয় শতাংশ। বর্তমানে দু’টি সূচকই সাত শতাংশেরও বেশি কমেছে।

নতুন চন্দ্রবছরের জন্য ২৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ। ছুটির পর প্রথম কার্যদিবসে এ দু’টি স্টক এক্সচেঞ্জসহ অন্য পুঁজিবাজারেও সূচক নিম্নমুখী। করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারেও। এ পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

পুঁজিবাজার স্থিতিশীল রাখতে বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২ ফেব্রুয়ারি) দ্য পিপলস ব্যাংক অব চীন জানায়, বাজারে নতুন করে এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বা ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ যোগ করা হবে। পুঁজিবাজারে লেনদেন ও অর্থের তারল্য ঠিক রাখতে এ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর সেটি ছড়িয়ে পড়েছে অন্তত ২০টি দেশে। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে ফিলিপাইনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়