শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতায় ভারতীয় দলকে প্রশংসায় ভাসালেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : গত বুধবার হ্যামিল্টনে তৃতীয় টি- টোয়েন্টিতে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারায় ভারত। এর আগের দুটি ম্যাচেও জিতেছিলো বিরাট কোহলিরা। টানা তিন জয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ে ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের মাটি থেকে সিরিজ পকেটে পুরলো কোহলি অ্যান্ড কোং। এরপরই ভারতীয় দলকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে নিয়মিত কথা বলতে হাজির হন ইনিজ। সেখানে তিনি বলেন, ভারতের দুজন বড় মাপের ক্রিকেটার একজন রোহিত, অন্যজন বিরাট। তবে কেবল দুজনের ওপর ভর করে ম্যাচ জেতা যায় না। ওই দিন লোকেশ রাহুল ও শ্রেয়ার আইয়ার দারুণ খেলেছে। এতেই স্পষ্ট, মেন ইন ব্লুরা এখন শক্তিশালী দল। নিজেদের সেরা দুই ক্রিকেটার আউট হওয়ার পরও তাদের অন্য ক্রিকেটাররা খেলা বের করে আনতে পারে। যে কোনো পরিস্থিতি থেকে বিজয় ছিনিয়ে নিতে পারে।

নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত প্রমাণ করেছে তারা অদম্য, অপ্রতিরোধ্য দল। কোহলিরা সর্বজয়ী হয়ে উঠছে। একটা কথা মাথায় রাখতে হবে, সফরে গিয়ে হোম টিমকে হারানো খুবই কঠিন। সেটিই করে দেখিয়েছে তারা।

সর্বোপরি ভারতীয় বোলিং আক্রমণের প্রশংসা করেন মুলতানের সুলতান খ্যাত ইনজি। তিনি বলেন, তাদের রয়েছে বোলিং কিং জাসপ্রিত বুমরাহ। তাকে সমর্থন দিচ্ছে মোহাম্মদ শামি। আর তাদের সঙ্গ দিচ্ছে ভালো মানের স্পিনাররা। সব মিলিয়ে এ দল পরিপূর্ণ প্যাকেজ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভারসাম্য থাকায় ভারত দুরন্ত বেগে এগিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়