শিরোনাম
◈ লুট হওয়া ৫০০ ভরি স্বর্ণের ১৯০ ভরি উদ্ধার, যেভাবে উদ্ধার হলো (ভিডিও) ◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ সৌম্যকে দলে পেয়ে খুশি শান্ত

নিজস্ব প্রতিবেদক : কাল শুরু হবে অষ্টম বিসিএল। ঘরোয়া ক্রিকেটে চারদিনের সবচেয়ে বড় আসর। এবারের আসরে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন ওপেনার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। মধ্যাঞ্চলের হয়ে শান্তর সঙ্গে খেলবেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, নাজমুল ইসলাম অপুর মতো তারকা ক্রিকেটাররা। দলের কম্বিনেশন নিয়ে তাই বেশ সন্তুষ্ট ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এবারের টুর্নামেন্টে ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ ক্রিকেটার।

শান্ত বলেন, 'খুব ভালো একটি দল হয়েছে আমাদের। আমরা যা আশা করছিলাম। দলের কম্বিনেশন খুবই ভালো। জাতীয় দলে যারা যাবে, এরপরেও যে ক্রিকেটাররা থাকবে, আমার মনে হয় যে সবাই অনেক সামর্থ্যবান। সবাই অভিজ্ঞ, খুব বেশি সমস্যা হবে না বলে মনে করি। তো অবশ্যই ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো বলে আশা করি।'

এর আগের বছরের মতো এবারও মধ্যাঞ্চলের অধিনায়কত্ব করবেন শান্ত। অধিনায়ক হিসেবে কোচের সঙ্গে ভালোই বোঝাপড়া রয়েছে তাঁর। আর এই ব্যাপারটিকে দারুণ উপভোগ করছেন তিনি।

শান্ত বলেন, 'যেরকম দল আমাদের অবশ্যই আশা অনেক বেশি। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই ভালো কিছুই হবে। আর অধিনায়কত্বের বিষয়ে যেটা বললেন আগের বছরেও এই দলের সাথে দায়িত্বটা ছিল। অনেকের সাথে চেনা জানা আছে। কোচের সাথে ভালো একটা বোঝাপড়া আছে। ব্যাপারটা অনেক উপভোগ করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়