শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ সৌম্যকে দলে পেয়ে খুশি শান্ত

নিজস্ব প্রতিবেদক : কাল শুরু হবে অষ্টম বিসিএল। ঘরোয়া ক্রিকেটে চারদিনের সবচেয়ে বড় আসর। এবারের আসরে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন ওপেনার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। মধ্যাঞ্চলের হয়ে শান্তর সঙ্গে খেলবেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, নাজমুল ইসলাম অপুর মতো তারকা ক্রিকেটাররা। দলের কম্বিনেশন নিয়ে তাই বেশ সন্তুষ্ট ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এবারের টুর্নামেন্টে ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ ক্রিকেটার।

শান্ত বলেন, 'খুব ভালো একটি দল হয়েছে আমাদের। আমরা যা আশা করছিলাম। দলের কম্বিনেশন খুবই ভালো। জাতীয় দলে যারা যাবে, এরপরেও যে ক্রিকেটাররা থাকবে, আমার মনে হয় যে সবাই অনেক সামর্থ্যবান। সবাই অভিজ্ঞ, খুব বেশি সমস্যা হবে না বলে মনে করি। তো অবশ্যই ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো বলে আশা করি।'

এর আগের বছরের মতো এবারও মধ্যাঞ্চলের অধিনায়কত্ব করবেন শান্ত। অধিনায়ক হিসেবে কোচের সঙ্গে ভালোই বোঝাপড়া রয়েছে তাঁর। আর এই ব্যাপারটিকে দারুণ উপভোগ করছেন তিনি।

শান্ত বলেন, 'যেরকম দল আমাদের অবশ্যই আশা অনেক বেশি। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই ভালো কিছুই হবে। আর অধিনায়কত্বের বিষয়ে যেটা বললেন আগের বছরেও এই দলের সাথে দায়িত্বটা ছিল। অনেকের সাথে চেনা জানা আছে। কোচের সাথে ভালো একটা বোঝাপড়া আছে। ব্যাপারটা অনেক উপভোগ করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়