শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর নামে উৎসর্গকৃত এবারের বইমেলায় থাকছে বঙ্গবন্ধুর নতুন বই ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশ করছে বাংলা একাডেমি

দেবদুলাল মুন্না : এ তথ্য জানান বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক যেন বইমেলার বিভিন্ন অঙ্গসজ্জায় ফুটে ওঠে সেভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের প্রখ্যাত স্থপতি এনামুল কবির নির্ঝর সেই পরিকল্পনাটি করেছেন।

তিনি আশা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নতুন বই ‘আমার দেখা নয়াচীন’ বইটি অসাধারণ জনপ্রিয় হবে এবং পাঠক বইটি কিনবে বলে এ বইটির মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ অংশ জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।

বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রকাশ হবে বইটি। বঙ্গবন্ধু চীন সফর করেছিলেন দুইবার। ১৯৫২ ও ১৯৫৭ সালে। বইটিতে তার প্রথম চীন সফরের নানা অভিজ্ঞতার কথা থাকবে। সেই সময়ে চীনের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার কথাও জানা যাবে বইটি থেকে।

বইটি পাঁচ থেকে ছয় ফর্মার হবে । বঙ্গবন্ধু নিজেই একটি ডায়েরিতে তার এই চীন ভ্রমণের অভিজ্ঞতাটি লেখেন। বইটিতে বঙ্গবন্ধুর ডায়েরির কিছু পাতার ছবিও সংযুক্ত হবে।

বইটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জমান খান।

বইটির ইংরেজি ভাষায় অনুবাদের দায়িত্বে রয়েছেন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়