যশোর প্রতিনিধি : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এরমধ্যে সিরাজুল ইসরাম সিরাজ নামে এক ব্যবসায়ী রেল লাইনে মাথা রেখে প্রাণ দিয়েছেন।
অপরজন বিজিবি সদস্য হুমায়ূন কবীর স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ট্রাক্টরের সাথে মোটর সাইকেলে দুর্ঘটনায় হুমায়ূন নিহত হন। আহত হন তার স্ত্রী লাভলি বেগম।
নিহত সিরাজুল ইসলাম সিরাজ যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা।
অপরদিকে, বিজিবির সদস্য নায়েক হুমায়ুন কবির মাগুরা জেলার শালিখা উপজেলার তিলখরি গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বুধবার রাতে যশোরের খয়েরতলা এলাকার রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সিরাজুল ইসলাম সিরাজ।
যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।
এদিকে, বিজিবির সদস্য নায়েক হুমায়ুন কবির চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তিনি কক্সবাজার একটি ব্যাটেলিয়নের সদস্য। ছুটিতে তিনি মাগুরার শালিখা উপজেলার তিলখরি গ্রামের বাড়িতে এসেছিলেন।
বুধবার সন্ধ্যায় স্ত্রী লাভলি বেগমকে নিয়ে মোটর সাইকেল যোগে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। সিংড়াবাজারের অদুরে ইঞ্জিনচালিত ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী মারাত্বকভাবে আহত হন। আহতদেরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। সম্পাদনা: জেরিন