স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এবারের আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। আগামী ৩০ জানুয়ারি স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল সবুজবাহিনীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি দেখা না গেলেও দেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সরাসরি টিভি ও অনলাইনে দেখা যাবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। অনলাইনে ম্যাচটি সরাসরি দেখাবে rabbitholebd.com।
গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচে আরব আমিরাতকে বৃষ্টি আইনে ‘ডি’ গ্রুপ থেকে ২৩ রানে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার লীগ নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এর ফলে আগের সূচী অনুযায়ী ডি গ্রুপ থেকে দুইয়ে থেকে কোয়ার্টারে আসা প্রোটিয়াদের মুখোমুখি হবে সি গ্রুপ থেকে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে আসা বাংলাদেশ।