শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করলো পাকিস্তান

আক্তারুজ্জামান : ১২ বছর পর পাকিস্তান সফরের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছিলো বাংলাদেশ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়িয়ে দেশে ফিরছে টাইগাররা। তবে এই সিরিজ জয়ে দারুণ সুসংবাদ পেয়েছে বাবর আজমের দল। র‌্যাঙ্কিং থেকে অবনমনের শঙ্কা থাকলেও সেটা আর হয়নি। এখনো আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে পাকবাহিনী।

লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। লাহোরে সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছিল। বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০ পর্যন্ত ম্যাচ হওয়ার আশা ছিল। কিন্তু এরপরও বৃষ্টি না থামলে আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারলে টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতো পাকিস্তান। সবার ওপরে উঠে যেতো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ম্যাচটি ভেসে যাওয়ায় লাভই হলো স্বাগতিকদের। শীর্ষেই থাকলো তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ২০ বল থাকতে ৯ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ খেলে সোমবার রাতেই দেশে ফেরার কথা ক্রিকেটারদের।

দ্বিতীয় দফায় পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার প্রস্তুতি নেবেন। তার জন্যে অনেকে অংশ নেবেন বিসিএলে। পাকিস্তানে দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তৃতীয় দফায় এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। শেষ ধাপে একটি টেস্ট ও ওয়ানডে খেলে পাকিস্তান সফরের অধ্যায় শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়