শিরোনাম
◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করলো পাকিস্তান

আক্তারুজ্জামান : ১২ বছর পর পাকিস্তান সফরের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছিলো বাংলাদেশ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়িয়ে দেশে ফিরছে টাইগাররা। তবে এই সিরিজ জয়ে দারুণ সুসংবাদ পেয়েছে বাবর আজমের দল। র‌্যাঙ্কিং থেকে অবনমনের শঙ্কা থাকলেও সেটা আর হয়নি। এখনো আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে পাকবাহিনী।

লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। লাহোরে সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছিল। বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০ পর্যন্ত ম্যাচ হওয়ার আশা ছিল। কিন্তু এরপরও বৃষ্টি না থামলে আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারলে টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতো পাকিস্তান। সবার ওপরে উঠে যেতো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ম্যাচটি ভেসে যাওয়ায় লাভই হলো স্বাগতিকদের। শীর্ষেই থাকলো তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ২০ বল থাকতে ৯ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ খেলে সোমবার রাতেই দেশে ফেরার কথা ক্রিকেটারদের।

দ্বিতীয় দফায় পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার প্রস্তুতি নেবেন। তার জন্যে অনেকে অংশ নেবেন বিসিএলে। পাকিস্তানে দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তৃতীয় দফায় এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। শেষ ধাপে একটি টেস্ট ও ওয়ানডে খেলে পাকিস্তান সফরের অধ্যায় শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়