শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করলো পাকিস্তান

আক্তারুজ্জামান : ১২ বছর পর পাকিস্তান সফরের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছিলো বাংলাদেশ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়িয়ে দেশে ফিরছে টাইগাররা। তবে এই সিরিজ জয়ে দারুণ সুসংবাদ পেয়েছে বাবর আজমের দল। র‌্যাঙ্কিং থেকে অবনমনের শঙ্কা থাকলেও সেটা আর হয়নি। এখনো আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে পাকবাহিনী।

লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। লাহোরে সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছিল। বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০ পর্যন্ত ম্যাচ হওয়ার আশা ছিল। কিন্তু এরপরও বৃষ্টি না থামলে আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারলে টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতো পাকিস্তান। সবার ওপরে উঠে যেতো অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ম্যাচটি ভেসে যাওয়ায় লাভই হলো স্বাগতিকদের। শীর্ষেই থাকলো তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ২০ বল থাকতে ৯ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ খেলে সোমবার রাতেই দেশে ফেরার কথা ক্রিকেটারদের।

দ্বিতীয় দফায় পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার প্রস্তুতি নেবেন। তার জন্যে অনেকে অংশ নেবেন বিসিএলে। পাকিস্তানে দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তৃতীয় দফায় এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। শেষ ধাপে একটি টেস্ট ও ওয়ানডে খেলে পাকিস্তান সফরের অধ্যায় শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়