স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে লিলকে ২-০ গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দুই গোলেই করেন তারকা ফুটবলার নেইমার। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো টমাস টুখেলের দল।
২৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। আনহেল দি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাত্তিকে। ফিরতি পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।
৫২তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১৩টি।
২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে মার্সেই। সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১।