স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে দুশো পেরোনো স্কোর দাঁড় করিয়েও জিততে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। আজকের চেহারা আরও করুণ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বিরাট কোহলির দল। টানা দুই জয়ে সিরিজ জয়ের কাছাকাছি চলে গেলো টিম ইন্ডিয়া।
অকল্যান্ডের ইডেন পার্কে রোববার আগে ব্যাটিং করে ২০ ওভারে নিউজিল্যান্ড করেছিল ১৩২ রান। ৩ উইকেট হারিয়ে ভারত জিতেছে ১৫ বল বাকি রেখে।
অথচ ম্যাচের শুরুটা ভালোই করেছিল কিউইরা। টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে পাওয়ার প্লেতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরো। পরের ব্যাটসম্যানরা পারেননি তা কাজে লাগাতে। গাপটিল ও সাইফার্স্ট ৩৩ করে রান করেন। ২৬ রান আসে মুনরোর ব্যাট থেকে।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ২টি, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ ও শিভম ডুবে একটি করে উইকেট নেন।
ছোট লক্ষ্যে খেলতে নেমে টিম সাউদির আঘাতে রোহিত শর্মা ও বিরাট কোহলি ফেরেন। তবে লোকেশ রাহুলের টানা দ্বিতীয় ফিফটি ও শ্রেয়াস আইয়ারের আরেকটি কার্যকর ইনিংসে সহজেই জিতে যায় ভারত। রাহুল ও আইয়ারের ৬৭ বলে ৮৬ রানের জুটিতে বিপদে পড়তে হয়নি সফরকারীদের।
আগের ম্যাচে ২৯ বলে ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংসে খেলা শ্রেয়াস এদিন করেন ৩৩ বলে ৪৪। ৫০ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা রাহুল।