শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রিসভায় আবারো রদবদল, স্থান পাবে তরুণ ও মেধাবীরা!

ডেস্ক রিপোর্ট  : আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে। তৃতীয় মেয়াদে ১ বছর পূর্ণ করেছে গত ৭ জানুয়ারি। এরমধ্যে মন্ত্রিসভার কোন বড় ধরণের রদবদল হয়নি। ছোটখাটো বিন্যাস হয়েছে দু দফায়। তবে এবার মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল হচ্ছে এমন আভাস পাওয়া গেছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ সূত্রে। এই মন্ত্রিসভার রদবদল জানুয়ারি মাসে করার কথা ছিল।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বর্ষপূর্তিতে মন্ত্রিসভার পারফর্মেন্সের ভিত্তিতে একটি রদবদল করার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এই মন্ত্রিসভার রদবদল পিছিয়ে গেছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে সিটি নির্বাচেনের পর মন্ত্রিসভায় একটি রদবদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই রদবদলে মন্ত্রিসভায় বড় ধরণের কোন বাদ পড়ার ঘটনা ঘটবে না বলেই আভাস পাওয়া গেছে। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এরকম কয়েকজন মন্ত্রীকে সরিয়ে সেখানে নতুন মন্ত্রী দেওয়া হতে পারে অথবা মন্ত্রণালয়গুলোতে একজন করে প্রতিমন্ত্রী দিয়ে কাজের গতি আনার চেষ্টা করা হতে পারে বলে সরকারের নীতি নির্ধারকরা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, মন্ত্রিসভায় গত এক বছরের যে কার্যক্রম তাতে প্রধানমন্ত্রী খুব একটা অসন্তুষ্ট নন। কিছু কিছু ক্ষেত্রে অনভিজ্ঞতা এবং নতুন দায়িত্ব পালনে এক ধরণের আড়ষ্টতা ছিল। তবে মন্ত্রীরা আন্তরিকভাবে চেষ্টা করেছেন সরকারের যে উন্নয়নের ধারা এবং অগ্রযাত্রা সেটাকে এগিয়ে নিয়ে যেতে। তবে সবক্ষেত্রেই যে সরকার এটা পেরেছে এমনটা মনে করা হচ্ছে না।

তবে কিছু কিছু মন্ত্রণালয়ে দায়িত্বের ব্যর্থতার কথা প্রধানমন্ত্রী নিজেই ঘরোয়া আলাপ আলোচনায় বলেছেন। এই সমস্ত মন্ত্রণালয়গুলোই মূলত রদবদলের প্রধান টার্গেট হবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভার রদবদলে বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিবর্তন বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে একটি সূত্রে আভাস পাওয়া গেছে। বিশেষ করে গত কয়েকমাসে যাদের পারফর্মেন্স ভালো ছিল এরকম কয়েকজন পদোন্নতি পেতে পারেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম গত মেয়াদে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে পালন করছেন। এই মেয়াদেও তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিমন্ত্রী হিসেবে তিনি যথেষ্ঠ সুনাম অর্জন করেছেন। এইজন্য তাকে পূর্ণমন্ত্রী করে অন্য কোন মন্ত্রণালয়ে দেবার বিষয়টি একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

এছাড়াও সদ্য আওয়ামী লীগের পদ হারানো এনামুল হক শামীম, খালেদ মাহমুদ চৌধুরী এবং নওফেল চৌধুরী পদন্নোতি পেতে পারেন বলে একাধিক সূত্র আভাস দিচ্ছে। দূর্যোগ প্রতিমন্ত্রী হিসেবে এনামুর রহমানও পদন্নোতি পেতে পারেন এমন আভাস পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন মুখ আসবে এবং মন্ত্রিসভার আকার বড় হবে এটা মোটামুটি নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র। তবে মন্ত্রিসভায় যারা নতুন জায়গা পাবেন, তাদের মধ্যে একটি বড় অংশই থাকবে আওয়ামী লীগের ও। যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে এবং এবার আওয়ামী লীগের কমিটিতে পদবঞ্চিত হয়েছেন।

তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার রদবদলে সবথেকে বড় আলোচিত বিষয় হচ্ছে আওয়ামী লীগের যারা হেভিওয়েট প্রার্থী আছেন তারা মন্ত্রিসভায় নতুন করে আসবেন কিনা। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরীর মতো হেভিওয়েট নেতারা এবার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। অবশ্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এবং মোহাম্মদ নাসিম ২০০৮ এর মন্ত্রিসভাতেও ছিলেন না, ২০১৪ তে তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার তাঁরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন কি হবেন না এই নিয়ে নানারকম জল্পনা-কল্পনা চলছে।

একটি সূত্র ইঙ্গিত দিচ্ছে, শেষ পর্যন্ত হয়তো হেভিওয়েট দু-একজনকে মন্ত্রিসভায় আনা হতে পারে, তবে অন্য একটি সূত্র বলছে, এই ব্যাপারে এখনো সরাকারের নীতিনির্ধারকরা আগ্রহী নন। তবে তাঁরা অন্তর্ভুক্ত হোক বা না হোক, মন্ত্রিসভার আকার যে বড় হচ্ছে তা মোটামুটি নিশ্চিতই বলা যায়। সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের পর মন্ত্রিসভার রদবদলের চূড়ান্ত রূপ পরিগ্রহ হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে যে, মন্ত্রিসভার রদবদলের এখতিয়ার সম্পুর্ণভাবে প্রধানমন্ত্রীর। তিনি বিভিন্ন বিষয় বিবেচনা করে এই রদবদলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় কোন মন্ত্রীর থাকা না থাকা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিষয়।

সূত্র- বাংলাইনসাইডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়