শিরোনাম
◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিক ও নাহিদ  ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীরা ভয়ভীতি উপেক্ষা করে যদি ভোটকেন্দ্রে অবস্থান নেয়, ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা পালিয়ে যাবে, বললেন শামসুজ্জামান দুদু

মহসীন কবির: শনিবার(২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সবুজবাগ এলাকার ৭২, ৭৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিয়ার ইশরাক হোসেন এবং কাউন্সিলর প্রার্থী এস এম সোহরাওয়ার্দী ও আব্দুল হান্নান সরকারের পক্ষে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি একথা বলেন। বাংলানিউজ

দুদু বলেন, এ নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এ নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন।

তিনি বলেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, উন্নয়নের নামে মানুষের কাছ থেকে লুটপাট করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, গণতন্ত্র কেড়ে নেয়, সেই সরকারের মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান করে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করুন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়-ভীতি, মামলা-হামলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে। এসব ভয়কে কাটিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে। অতীতে যেমন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, সেভাবে ভয়-ভীতিকে উপেক্ষা করে রাস্তায় নেমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে বিএনপিসহ-বিরোধীদলের নেতাকর্মীরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করলে ক্ষমতাসীনদলের দুর্বৃত্তরা পালিয়ে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়